কোটা সংস্কার আন্দোলনকারীদের দাবি মেনে নেওয়ার পরও এখনও কেনো আন্দোলন হচ্ছে বলে প্রশ্ন রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আন্দোলনকারীরা কোটা নিয়ে যে দাবি করেছিল তার চেয়ে বেশি পেয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে কৃষক লীগের এক সভায় এসব কথা বলেন সরকারপ্রধান। প্রধানমন্ত্রী বলেন, নানা প্রতিকূলতা মোকাবিলা করে বঙ্গবন্ধু হত্যা ও যুদ্ধাপরাধের বিচার বাংলাদেশ রাষ্ট্রের বড় অর্জন। বঙ্গবন্ধু হত্যার পর বাংলাদেশের অর্থপূর্ণ কোনো অগ্রগতি হয়নি। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশের অগ্রগতি আবার গতিশীল হয়।
সরকারপ্রধান বলেন, ‘যেখানে শিক্ষার্থীদের দাবি শতভাগ মেনে নেওয়া হয়েছে, সেখানে আন্দোলন চালিয়ে যাওয়ার কী যৌক্তিকতা আছে।’ প্রধানমন্ত্রী প্রশ্ন রেখে বলেন, মানুষ মেরে ঝুলিয়ে রাখা কোন ধরনের আন্দোলন।
প্রধানমন্ত্রী বলেন, একটি অসাম্প্রদায়িক চেতনার উন্নত জাতি গঠনে যখন আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে তখন একটি কূপমণ্ডূক ও পশ্চাৎপদ গোষ্ঠীও গড়ে ওঠে। ওরা দেশে সংঘটিত সাম্প্রতিক নাশকতায় লিপ্ত হয়েছিল। এরা শিশুদেরও ব্যবহার করেছে। ওদের এসব কর্মকাণ্ডে সন্দেহ হয় ওদের উদ্দেশ্য নিয়ে।
মানুষের সেবা দেওয়ার প্রতিটি স্থাপনা লক্ষ্য করে অপশক্তি নাশকতা, হামলা চালায় তারা। এটা কোন ধরনের আন্দোলন? কত মানুষের জীবন গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজে ছাত্রলীগের ছেলে মেয়েদের হামলা ও নির্যাতন করা হয়। কেউই রেহাই পায়নি, উল্লেখ করেন প্রধানমন্ত্রী।