আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সিলেট প্রথম ম্যাচ জেতার পর আজ টি-টোয়েন্টি সিরিজ জয়ের সুযোগ সাকিবদের সামনে।
এদিকে সিরিজের শেষ ম্যাচে একাদশে পরিবর্তন এনেছে বাংলাদেশ। ওপেনার রনি তালুকদারের আনা হয়েছে আফিফ হোসেনকে। আর পেসার শরিফুলকে বিশ্রাম দিয়ে নেওয়া হয়েছে হাসান মাহমুদকে।
অপরদিকে আফগানিস্তান একাদশেও একটি পরিবর্তন এসেছে। পেস আক্রমণে ওফাদার মোহাম্মদকে নিয়েছে তারা।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, আফিফ হোসেন, নাজমুল শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারি, মেহেদি মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ: হযরতুল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, কারিম জানাত, মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, আজমতুল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর, ওয়ফার মোহাম্মদ, ফজলহক ফারুকি।
এনসিএন/বিআর