জুন ১৮, ২০২৫ ৬:৪২ পিএম

ধর্ষণচেষ্টা মামলার আসামী জেল থেকে বেড়িয়ে বাদীর বাড়ীতে হামলা-অগ্নিসংযোগ

Oplus_16908288
Oplus_16908288

লালমনিরহাটের আদিতমারীতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী হাবীব মিয়া (২৫) জামিনে জেল থেকে বাহির হয়ে বাদীর বাড়ীতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারটি প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছে। 

শনিবার (১৭ মে) দুপুরে লালমনিরহাট শহরের গল্পকথা নামে একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলন হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগি পরিবারের সদস্য আব্দুল মালেক বলেন, দীর্ঘদিন থেকে উত্যক্ত করার পর গত ২৭ মার্চ তাঁর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করে ওই উপজেলার সাপ্টিবাড়ি বাজার এলাকার হাফিজ আলীর পুত্র হাবীব মিয়া। এ ঘটনায় মামলা হলে ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত হাবীব জেলে যায়। পরে সে জামিনে বের হয়ে শুক্রবার সকালে হাবীব তার দলবল নিয়ে তার বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে।

এদিকে ভুক্তভোগির বাড়িতে হামলা-অগ্নিসংযোগের ঘটনায় থানায় অভিযোগ দিলেও মামলা নথিভুক্ত করেনি পুলিশ। আসামি পক্ষ থেকে আমাদের ক্রমাগত হুমকি দেয়া হচ্ছে এজন্য ভুক্তভোগি পরিবার খুব আতঙ্কে দিন কাটাচ্ছে। সংবাদ সম্মেলনে হাবীবসহ চিহ্নিত সকল দুর্বৃত্তদের দ্রুত গ্রেফতার ও শাস্তি নিশ্চিতের দাবী জানান মালেক।

সংবাদ সম্মেলনে মালেকের স্ত্রী ও মা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print