বগুড়ার শাজাহানপুরে ধান-চালের মূল্যবৃদ্ধি রোধ ও মজু্দকারীর বিরুদ্ধে জেলা প্রশাসকের নির্দেশনায় অবৈধ মজুদ খুঁজতে মাঠে অভিযানে নামিয়েছে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
বুধবার (১জুন) দুপুরে দিকে উপজেলা আটো রাইস মিল ও চাতালে ধান-চালের মজুদ যাচাইয়ে অভিযানে পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ।
অভিযানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনির হোসেন, খাদ্য পরিদর্শক আতিকুর রহমান সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলার গুঞ্জন আটো রাইস মিল, নর্দান আটো রাইস মিল ও মেসার্স আতাহার আলী আটো রাইস মিলে ধান-চালের মজুদ যাচাই করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ জানান, ধান-চাল মূল্যবৃদ্ধি রোধ ও অবৈধ মজুদদারীর বিরুদ্ধে অভিযান চালানো হয়। উপজেলার সকল মিল ও চাতালে ধান-চালের মজুদ স্থিতিশীল রাখতে নিয়মিত মনিটরিংয়ের মধ্যে রাখা হচ্ছে। বর্তমানে উপজেলা সর্ববৃহৎ তিনটি আটো রাইস মিলে মজুদের পরিমাণ স্থিতিশীল রয়েছে।
