জুলাই ১৮, ২০২৫ ২:৩৯ এএম

ধুনটে গাছে ঝুলছিল যুবকের লাশ

বগুড়ার ধুনটে গাছ থেকে ঝুলন্ত অবস্থায় লালন প্রামানিক (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার ১৫ জুলাই সকালে পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের সদরপাড়া গ্রামের ইছামতি নদীর তীরে বেলজিয়াম গাছ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত লালন প্রামানিক ওই গ্রামের মৃত মতি প্রামানিকের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে স্থানীয়রা ইছামতি নদীর তীরে বেলজিয়াম গাছের ডালের সাথে গামছা পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে সংবাদ পেয়ে মরদেহ গাছ থেকে নামিয়ে প্রাথমিক সুরতাহাল রিপোর্ট প্রস্তুত করা হয়। লালন প্রামানিক দীর্ঘদিন ধরে অভাব অনটনের পাশাপাশি মৃগী রোগে ভুগছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print