ডিসেম্বর ১, ২০২৫ ৮:৪১ পূর্বাহ্ণ

ধুনটে ট্রাক চাপায় প্রাণ গেলো মোটরসাইকেল চালকের

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

বগুড়ার ধুনটে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে সুজন (৩০) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১০ টার দিকে উপজেলার জোড়শিমুল-চিকাশী সড়কের জামতলা মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত সুজন সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের ইছামারা গ্রামের মৃত জয়নাল উদ্দিনের ছেলে। সে বেসরকারি মোবাইল কোম্পানি বাংলালিংকের সিম বিক্রেতা বলে জানা গেছে।

জানা যায়, কক্সবাজার থেকে লবন বোঝাই একটি ট্রাক ধুুনট হয়ে সারিয়াকান্দি উপজেলায় যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে বাংলালিংক কোম্পানির সিম বিক্রেতা সুজন সহ আরেকজন মোটরসাইকেল আরোহী সড়কের একই পাশ দিয়ে বেপরোয়া গতিতে ধুনটের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে জামতলা মোড়ে এসে ট্রাকটিকে পাশ কাটিয়ে যেতে চান মোটরসাইকেল চালক সুজন। এসময় ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক সহ চালক ও হেলপারকে থানায় নিয়ে আসে।

ধুনট থানা এসআই হায়দার আলী জানান, নিহত ব্যাক্তি পেশায় একজন সিম বিক্রেতা। প্রাথমিকভাবে ট্রাফিক আইন লঙ্ঘন ও বেপরোয়া গতিতে গাড়ী চালানোর কারনে দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে। তবে সুষ্ট তদন্ত চলমান এবং এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print