ডিসেম্বর ১, ২০২৫ ৮:১৬ পূর্বাহ্ণ

ধুনটে নববিবাহিতা স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সর্বস্ব লুটের অভিযোগ 

Oplus_16777216
Oplus_16777216

বগুড়ার ধুনটে ৫ লাখ টাকা ও স্বর্ণসহ ইতি খাতুন (২৫) নামের এক গৃহবধূর বিরুদ্ধে উধাও হওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রামের পশ্চিমপাড়া এলাকার সাইদুর রহমানের ছেলে বিপ্লব মিয়া বাদি হয়ে থানায় এ অভিযোগ দায়ের করে।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ৬ মাস পূর্বে একই উপজেলার চিকাশী ইউনিয়নের জোড়শিমুল গ্রামের আশাদুল ইসলামের মেয়ে ইতি খাতুনের সাথে বিপ্লব মিয়ার পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের পর স্ত্রী ইতি খাতুন ৫ মাসের অন্তঃস্বত্তা হয়ে পড়ে।

বিপ্লব মিয়া জানান, গত ৩১ আগস্ট দুপুরের দিকে আমার অবর্তমানে পরিবারের অন্যান্য সদস্যদের আড়ালে আমার ঘরে বাক্সে ব্যবসার জন্য রাখা নগদ ৫ লাখ টাকা ও হাতের বালা কানের দুলসহ ১ লাখ ২০ হাজার টাকার ১ ভরি স্বর্ণালংঙ্কার, মোবাইল ফোন এবং আমার নিজ নামীয় জাতীয় পরিচয়পত্র মূল কার্ড নিয়ে আমার স্ত্রী ইতি খাতুন চলে যায়। পরবর্তীতে আমার স্ত্রীকে আমার শ্বশুর বাড়ি সহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করি। খোঁজাখুঁজি করে কোথায় সন্ধান না পেয়ে আমার স্ত্রীকে বিবাদী করে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।

নিখোঁজ ইতি খাতুনের বাবার ফোনে একাধিকবার কল করে নম্বর বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হইনি।

ধুনট থানার ডিউটি অফিসার এএসআই দীপিকা চক্রবর্তীর কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি গতকালের তথ্য জানেন না বলে ফোন কেটে দেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print