বগুড়ার ধুনটে এক নারীর ছবি অসৎ উদ্দেশ্যে এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিয়ে টাকা দাবি করার অভিযোগ উঠেছে রনি নামের এক যুবকের বিরুদ্ধে। এঘটনায় ভুক্তভোগী ওই নারীর ভাই বাদি হয়ে শুক্রবার বিকেলে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের বথুয়াবাড়ি গ্রামের আব্দুস সালামের ছেলে রনি তার “আবেগী মন” নামক ফেসবুক আইডি থেকে ভুক্তভোগী নারীর আপত্তিকর ছবি পোস্ট করে। পরের দিন ওই নারী আপত্তিকর ছবি দেখার পর রনির সাথে যোগাযোগ করে ফেসবুকে পোস্ট করা ছবি গুলো ডিলিট করতে বলে। তখন বখাটে রনি ভুক্তভোগী নারীকে ছবি ডিলিট করতে ১ লাখ টাকা দাবি করে এবং টাকা না দিলে ছবিটি বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দিয়ে মানহানি করবে বলে হুমকি দেয়।
ভুক্তভোগী নারী বলেন, আমি স্বামীর সাথে ঢাকায় থাকি। আমার কিছু ছবি সংগ্রহ করে এডিটের মাধ্যমে “আবেগী মন” নামক ফেসবুক আইডি থেকে ছড়িয়ে দেয়। এরপর ২৯ আগস্ট আমি “আবেগী মন” নামক ফেসবুক আইডিতে আমার ছবি দেখতে পাই। পরে আইডির সন্ধান করে জানতে পারি ওটা আমার এক আত্মীয়ের প্রতিবেশী। পরে তার সাথে যোগাযোগ করে ছবি গুলো ডিলিট করতে বলি। তখন সে আমার কাছ থেকে ১ লাখ টাকা দাবি করে। আমি টাকা দিতে অস্বীকার করলে আমার স্বামীসহ নিকট আত্মীয় ও বিভিন্ন জনের ম্যাসেঞ্জার ও ইমু নম্বরে ছবি গুলো পাঠায়। এতে আমার ও আমার পরিবারের সামাজিক সন্মান ক্ষুন্ন হয়েছে। আমার স্বামীর সংসারে অশান্তি হচ্ছে। আমি ওই বখাটে যুবকের শাস্তি দাবি করছি।
ধুনট থানার এসআই অমিত হাসান মাহমুদ জানান, থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।