ফেব্রুয়ারি ১৫, ২০২৫ ১:৫৭ পিএম

ধুনটে ফ্রেন্ডস্ ব্লাড ডোনেট ফাউন্ডেশনের উদ্যোগে হুইল চেয়ার প্রদান

ধুনট ও শেরপুরের উদ্যোমী মেধাবী শিক্ষার্থীদের ঐকান্তিক প্রচেষ্টায় পরিচালিত ফ্রেন্ডস্ ব্লাড ডোনেট ফাউন্ডেশনের উদ্যোগে অসুস্থ এক বয়োবৃদ্ধা নারীকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে।

রবিরার (১৯ জানুয়ারি) ফাউন্ডেশনের সভাপতি সুফিয়ান সাউরী’র নেতৃত্বে ফ্রেন্ডস ব্লাড ডোনেট ফাউন্ডেশনের একটি প্রতিনিধি টিম বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের রাম-বল্লভপুর খাদুলী গ্রামের বয়োবৃদ্ধা অসুস্থ নারীর বাড়িতে এসে সৌজন্য কুশলাদি বিনিময় পূর্বক হুইল চেয়ারটি হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন ফ্রেন্ডস ব্লাড ডোনেট ফাউন্ডেশনের কেন্দ্রীয় পরিচালক আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সাদ, প্রচার সম্পাদক ইমরান খান এবং মথুরাপুর ইউনিয়ন শাখার সভাপতি জাকারিয়া ইসলাম, ব্লাড বিষয়ক সম্পাদক সম্রাট, ওলি উল্লাহ ও সদস্য রবিউল ইসলাম লিখন, রাফিউল ইসলাম, সাগর, মৃদুল, মিরাজ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

রক্তদান, বৃক্ষ রোপণ, শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ এবং মাদক মুক্ত যুব সমাজ গড়ার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠনটি। যাঁদের শ্লোগান- ”রক্ত বিহীন যেন না ঝরে একটি তাজা প্রাণ”!! ছাত্রদের এমন ভালো কাজের প্রতি সম্মতি জ্ঞাপন করে অভিনন্দন জানিয়েছেন ধুনট উপজেলা প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন টিক্কা ও সাধারণ সম্পাদক এম এ রাশেদ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print