জুলাই ১৪, ২০২৫ ১:৫৭ এএম

ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু

Oplus_16777216
Oplus_16777216

বগুড়ার ধুনটে বৈদ্যুতিক মোটরের সুইচ চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নাফিস শেখ (১৮) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার সন্ধ্যায় উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের বড়বিলা গ্রামে এ ঘটনা ঘটে।

নাফিস ওই গ্রামের মামুন শেখের ছেলে ও গোসাইবাড়ি ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।

জানা যায়, শনিবার সন্ধ্যায় কলেজ ছাত্র নাফিস গোসল খানায় গিয়ে তাদের বৈদ্যুতিক মোটরের সুইচ দিতে গিয়ে নষ্ট দেখতে পায়। পরে নাফিস সেটি মেরামত করে পুনরায় সুইচ চালু করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অসুস্থ হয়ে পড়ে। তার মা নাফিসকে বিদ্যুতায়িত হতে দেখে চিৎকার দেয়। তার মায়ের চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে দ্রুত ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। কলেজ ছাত্র নাফিসের এ অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গোসাইবাড়ি ইউপির ৭নং ওয়ার্ডের সদস্য সোলায়মান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print