ডিসেম্বর ১, ২০২৫ ৭:৫৪ পূর্বাহ্ণ

ধুনটে হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

ধুনটে হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
ধুনটে হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার। ছবি: এনসিএন

বগুড়ার ধুনটে চাঞ্চল্যকর হিটলু হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, বগুড়ার শাজাহানপুর উপজেলার শোলধুকরি এলাকার মৃত হাতেম আলীর ছেলে মোঃ মঞ্জুর রহমান (৪২)। রোববার (৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাজাহানপুরের শোলধুপরি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

হিটলু হত্যার প্রধান আসামীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডি’র পরিদর্শক মোঃ আব্দুল হান্নান।

মামলা সূত্রে জানা গেছে, ধুনট উপজেলার স্থানীয় নেতা নবাব আলী নিমগাছী ইউনিয়নের সভাপতি হওয়ার জন্য নিহত হিটলুকে বেশ কিছু লোকজন জোগাড় করতে বলে যে, সংসদ সদস্য (এমপি) আসবে লোকজন দেখাতে হবে। তার এই কথায় হিটলু বেশকিছু মোটরসাইকেল ও লোকজন জোগাড় করে। তবে এমপি ওই এলাকায় না যাওয়ায় হিটলুকে খরচ দিতে চান না নবাব আলী।

পরে হিটলু নবাব আলীর কাছ থেকে জোরপূর্বক কিছু টাকা নেয় মোটরসাইকেলের তেল কেনার জন্য। আর সেই ক্ষোভে আসামী নবাব আলী বলে যে, আমার কাছ থেকে এই পর্যন্ত কেউ এই ভাবে টাকা নিতে পারে নি। এতে তাদের দু’জনের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়।

সিআইডি সূত্র জানিয়েছে, মূলত ওই ঘটনার জেরেই পরিকল্পিত ভাবে গত ১৬ই এপ্রিলে রাত সাড়ে ৯টায় নবাবের নির্দেশে তার অনুসারীরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হিটলুকে কুপিয়ে হত্যা করে। ঘটনার দিন প্রথমে হাসুয়া দিয়ে হিটলুর পায়ের গোড়ালির রগ কেটে ফেলে এবং শরীরের বিভিন্ন জায়গায় মারাত্নক জখম করে হত্যা নিশ্চিত করে নবাবের অনুসারীরা।

ঘটনার তদন্ত স্বার্থে গ্রেফতারকৃত আসামীকে এখনও জিজ্ঞাসাবাদ চলছে। এমনকি জিজ্ঞাসাবাদ শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলেও জানিয়েছে গোয়েন্দা সংস্থাটি।

এনসিএন/এআইএ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print