বগুড়ার ধুনটে এলজিইডি’র ৬টি গ্রামীণ সড়কের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৬ জুলাই) বগুড়া-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মজিবর রহমান মজনু সড়ক গুলোর উদ্ধোধন করেন। সড়ক গুলো হলো উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শৈলমারি থেকে রাঙ্গামাটি ৪শ মিটার সড়ক যার চুক্তি মূল্য ৪০ লাখ ৩০ হাজার ৩০৮ টাকা, খোকশাহাটা থেকে রাঙ্গামাটি ৫শ মিটার সড়ক যার চুক্তি মূল্য ৫২ লাখ ৬০ হাজার ৯১৩ টাকা, রাঙ্গামাটি ইউনিয়ন সড়ক হতে ঝাঁঝর ঘাট ১২শ ৫০ মিটার সড়ক যার চুক্তি মূল্য ১ কোটি ১৪ লাখ ৫২ হাজার ৯৯৩ টাকা, নিমগাছী ইউপি থেকে বোমগাড়া হাট ৭শ ৭৫ মিটার সড়ক যার চুক্তি মূল্য ৯৭ লাখ ১০ হাজার ২২৩ টাকা, নিমগাছী বিদ্যালয় থেকে হেউটনগর কোদলাপাড়া ৫শ মিটার সড়ক যার চুক্তি মূল্য ৫১ লাখ ৬৯ হাজার ১০৩ টাকা ও বেড়েরবাড়ি গ্রামীণ সড়ক ৯শ ৫০ মিটার যার চুক্তি মূল্য ১ কোটি ৮০ লাখ ৯ হাজার ৭৩০ টাকা।
সড়ক গুলোর ফলক উন্মোচন শেষে বেড়েরবাড়ী সিনিয়র আলিম মাদ্রাসায় এক অনুষ্ঠানের মাধ্যমে শুভ উদ্ধোধন ঘোষনা করে সংসদ সদস্য। উদ্বোধন অনুষ্ঠানে নিমগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনিতা নাসরিন মিশুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন ধুনট উপজেলা প্রকৌশলী মনিরুল সাজ রিজন। এসময় বেড়েরবাড়ী সিনিয়র আলিম মাদ্রাসার সভাপতি জাকির হোসেন, নিমগাছী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজমল হক, আওয়ামীলীগ নেতা মামুন অর রশিদ মাষ্টার, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আবু সালেহ স্বপনসহ আরো অনেকে বক্তব্য রাখেন।