ডিসেম্বর ১, ২০২৫ ১০:২৫ পূর্বাহ্ণ

নওগাঁয় চার মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড

Oplus_16908288
Oplus_16908288

নওগাঁর রাণীনগরে মোবাইল কোর্টের মাধ্যমে চার মাদকসেবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার রাত ১১টার দিকে উপজেলার কাশিমপুর ডাঙ্গাপাড়া গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করে এই কারাদণ্ডের আদেশ প্রদান করেন উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার কাশিমপুর গ্রামের মৃত শাহাদত আলীর ছেলে মো. হেলাল (৫০), মৃত আবুল হোসেনের ছেলে আসাদুল (৪০), আব্দুর রহমানের ছেলে আব্দুর রাজ্জাক (৩৮) ও ইয়াকুবের ছেলে মো. হোসেন (৩২)।

মোবাইল কোর্টের বিচারক রাণীনগরের এসিল্যান্ড শেখ নওশাদ হাসান জানান, উপজেলার কাশিমপুর ডাঙ্গাপাড়া গ্রামে একটি বাড়িতে কয়েকজন মাদকসেবী মাদক সেবন করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১১টার দিকে থানা পুলিশকে সঙ্গে নিয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই বাড়িতে চারজন মাদকসেবাীকে মাদক সেবনের সময় আটক করা হয়। মাদক সেবনের অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের চারজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, উপজেলায় মাদকের দৌরাত্ম বন্ধ করতে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্দ্যোগে সাঁড়াশি অভিযান চলমান রয়েছে। মাদকের সঙ্গে যারা জড়িত তাদের কোন ছাড় নেই। দন্ডপ্রাপ্ত মাদকসেবীদের রাতেই জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print