নওগাঁয় সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জয় জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উদযাপিত হয়েছে। রবিবার ৭ জুলাই সকালে জেলার মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ সর্বজনীন শিবকালী মন্দির প্রাঙ্গনে ধর্মীয় পাঁক পরিক্রমাসহ বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় রথযাত্রার অনুষ্ঠান মালা।
ঢাক-ঢোলক বাদ্য, শঙ্খ ও উলুধ্বনি দিয়ে জগন্নাথ-বলরাম-সুভদ্রাকে রথারোহন করানো হয়। এরপর মন্দির প্রাঙ্গণ থেকে এই রথের প্রথম টানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। রথযাত্রায় হাজার হাজার নারী-পুরুষের সমাগম হয়। রশি টেনে রথযাত্রার শুভ উদ্বোধন করেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী সৌরেন।
জানা যায়, পুণ্য তিথিতে নিজ নিজ রথে প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা শোভাযাত্রা সহকারে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে নিজ মন্দির থেকে সপ্তাহকালের জন্য মাসির বাড়ি গমন করেন। এই বেড়াতে যাওয়ার উৎসবই রথযাত্রা। হিন্দুশাস্ত্র মতে রথের দড়ি টানলে পুণ্যলাভ হয়। তারই ধারাবাহিকতায় সান্তাহারে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথ দেবের এই রাথযাত্রা পালিত। এই উপলক্ষ্যে সেখানে বসেছে হরেক রকমের দোকান।
রথযাত্রা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমপির সহধর্মিণী রক্তিমা চৌধুরী শেলী, ভাই সনৎ চক্রবর্ত্তী, মন্দির কমিটির উপদেষ্টা, সভাপতি, সাধারণ সম্পাদকসহ প্রমুখ। আর কোনো বিশৃঙ্খলা এড়াতে থানার ওসি রুহুল আমিনের নেতৃত্বে পুলিশের মন্দির এলাকায় উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
মন্দির কমিটির আয়োজকরা বলেন, দুপুর আড়াই টায় হয়েছে রথের দ্বিতীয় টান এবং পাঁচ টায় হয়েছে তৃতীয় টান। পুরাতন উপজেলার লৌহ ব্রিজ সংলগ্ন রক্ষাকালী মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হবে। এছাড়া আগামী ১৫জুলাই সোমবার রথের উল্টো টানের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী ধর্মীয় এই অনুষ্ঠানের সমাপ্তি হবে।
এদিকে সাধারণ ভক্তদের সাথে রথের রশি টানতে পেরে চরম খুশি এমপি সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী ও তার সহধর্মিণী রক্তিমা চক্রবর্তী শেলী।