ডিসেম্বর ১, ২০২৫ ৯:০৭ পূর্বাহ্ণ

নন্দীগ্রামে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

Oplus_16777216
Oplus_16777216

“অভয়াশ্রয় গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যে সাড়াদেশের ন্যায় বগুড়ার নন্দীগ্রামে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে ১৮ আগস্ট সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা চত্ত্বর থেকে একটি বর্নাঢ্য র‍্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালী শেষে উপজেলা জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

পরে উপজেলা অডিটোরিয়ামে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আন্না রানী দাসের সভাপতিত্বে উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী শুভ্র বসাক এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোসা. লায়লা আঞ্জুমান বানু।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ গাজিউল হক, উপজেলা প্রাণিসম্পদ অফিসার কল্পনা রানী রায়, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ তোফাজ্জল হোসেন মন্ডল, উপজেলা প্রকৌশলী নুরনবী খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সরদার মোঃ ফজলুল করিম, উপজেলা সমাজসেবা অফিসার গোলাম মোস্তফা, সমবায় অফিসার ঝর্না রানী দেবনাথ, ১নং বুড়ইল ইউপি চেয়ারম্যান ও বিশিষ্ট মৎস্য চাষী জিয়াউর রহমান প্রমুখ।

এছাড়াও স্থানীয় মৎস্য চাষীসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

উক্ত মতবিনিময় সভায় মৎস্য চাষ বিষয়ক বিভিন্ন প্রতিবন্ধকতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য কোয়ালিটি ফিড মিলকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে এবং ১নং বুড়ইল ইউপি চেয়ারম্যান বিশিষ্ট মৎস্যচাষী জিয়াউর রহমান জিয়া ও বিশিষ্ট মৎস্যচাষী বাবলু হোসেন বাবলুকে শ্রেষ্ঠ সফল মৎস্যচাষী হিসেবে পুরস্কার প্রদান করা হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print