ডিসেম্বর ১, ২০২৫ ৯:৫৫ পূর্বাহ্ণ

নন্দীগ্রামে পিইপির উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে সহায়তা বিতরণ

বগুড়ার নন্দীগ্রামে পিইপির উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা বিতরণ করা হয়েছে। রবিবার (৩ আগস্ট) দুপুরে নন্দীগ্রাম পৌরসভার ৩নং ওয়ার্ডের বেলঘড়িয়াস্থ পিইপির সাব-সেন্টার কার্যালয়ে এ সহায়তা বিতরণ করা হয়।

সহায়তা বিতরণী অনুষ্ঠানে আদিবাসী সহ ৪টি হতদরিদ্র পরিবারের মাঝে ৪টি ছাগল, ১ পরিবারের মাঝে কুঠির শিল্পের জন্য নগদ অর্থ, ৪ পরিবারের মাঝে খাদ্য, ৩ পরিবারকে ঘর মেরামতের জন্য ঢেউটিন, ২ জনকে চিকিৎসা ও ৩ শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা এবং ৪০ পরিবারের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে পিইপির বগুড়া জেলা মাঠ সমন্বয়কারী আব্দুল খালেকের সভাপতিত্বে ও ইউনিয়ন সমন্বয়কারী উজ্জল হোসেনের সঞ্চালনায় সহায়তা বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলুর রহমান, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, সাংবাদিক মামুন আহমেদ, নন্দীগ্রাম সদর ইউনিয়ন পরিষদের ৭নং ইউপি সদস্য আলামিন, সমাজসেবক রফিকুল ইসলাম প্রমুখ।

পিইপি এটি এমন একটি ব্যতিক্রমধর্মী এনজিও প্রতিষ্ঠান। যে এনজিও কোনো প্রকার সঞ্চয় বা অর্থ না নিয়েই হতদরিদ্র পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা বিতরণ করে আসছে। যা এলাকাবাসী প্রশংসনীয় উদ্যোগ হিসেবে গণ্য করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print