আগস্ট ৭, ২০২৫ ৩:৫৫ এএম

নন্দীগ্রামে বিএনপির বিজয় মিছিলে হাজার হাজার নেতাকর্মীর ঢল

Oplus_16777216
Oplus_16777216

জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে সাড়াদেশের ন্যায় বগুড়ার নন্দীগ্রামে বিএনপির বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২০২৪ জুলাইয়ের ছাত্রজনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে শান্তিপূর্ণ এই বিজয় মিছিল সফল করতে উপজেলা বিএনপির ডাকে নন্দীগ্রামের বিভিন্ন স্থান থেকে ছুটে আশা হাজার হাজার বিএনপির নেতাকর্মীরা এই বিজয় মিছিলে অংশ নেয়।

মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১টায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যােগে একটি বিশাল বিজয় মিছিল বের হয়।

বিজয় মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। নন্দীগ্রাম বীর মুগ্ধ চত্ত্বরে এসে শেষ হয়। এরপর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে ও পৌর বিএনপির সভাপতি মোঃ আলেকজেন্ডারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, বগুড়া-০৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন। এ সময় তিনি বলেন, আজ এমন একটি দিন যা দীর্ঘ ১৭ বছর অনেক জেল জুলুম নির্যাতন সহ্য করে ছাত্র-জনতার আন্দোলনে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ২৪ এর এক স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি। গণঅভ্যুত্থান ঘটাতে গিয়ে আমাদের স্কুল কলেজ মাদ্রাসায় পড়ুয়া কমল মতি শিক্ষার্থীরা সহ অসংখ্য ভাইবোনদের তর তাজা প্রাণ ঝরে গেছে, স্বৈরাচার হাসিনার পেটুয়া পুলিশ বাহিনী দিয়ে পাখির মতো গুলি করে আমাদের আন্দোলনরত শিক্ষার্থীদের প্রাণ কেড়ে নিয়েছে। শত শত বাবা-মায়ের বুক খালি করে দিয়েছে। গুলি খেয়ে আজও হসপিটালের বেডে শুয়ে আছে আন্দোলনরত আমার অনেক শিক্ষার্থী ভাইয়েরা। হাসিনা পালিয়ে গেলেও আওয়ামী লীগের পেতআত্মারা এখনো বিশৃংখলা তৈরীর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। যে সকল ভাই ও বোনেরা তাদের বুকের তাজা রক্ত দিয়ে আমাদের ২৪ এর লাল স্বাধীনতা এনে দিয়ে শহীদ হয়েছেন আমি তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।

বিজয় মিছিলে উপজেলা বিএনপি, পৌর বিএনপি,কৃষকদল,যুবদল,স্বেচ্ছাসেবকদল,ছাত্রদল সহ বিএনপি অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print