ডিসেম্বর ১, ২০২৫ ৯:৪৫ পূর্বাহ্ণ

নন্দীগ্রামে বিদ্যালয়ের মাঠে বেড়া দিয়ে জবর দখলের প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের মানববন্ধন

বগুড়ার নন্দীগ্রামে ১নং বুড়ইল ইউনিয়নের খেংসর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খেলার মাঠে বেড়া দিয়ে জবরদখল করা হয়েছে।

বৃহস্পতিবার উক্ত বিদ্যালয় মাঠে জবরদখল করে বেড়া দেওয়ার প্রতিবাদে বেলা ১১টায় বিদ্যালয় মাঠে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, ও গ্রামবাসীরা মানববন্ধন করেন।

মানববন্ধন ও গ্রামবাসী সূত্রে জানা যায়, ১৯১৮ সালে তৎকালীন সময়ে স্থানীয় ব্যক্তিবর্গরা নালিশি জায়গায় টিনসেট দিয়ে মাটির ঘর তৈরি করে বিদ্যালয়ের কাজ শুরু করে। ১৯৯৪-৯৫ অর্থ বছরে সরকার মাঠের উত্তর পাশে বিল্ডিং ঘর করে দেয়। পরে ম্যানেজিং কমিটি ও গ্রামবাসীর সিদ্ধান্তক্রমে খেলার মাঠের জায়গা সম্প্রসারণ করার জন্য মাটির ঘর ভেঙ্গে ফেলে মাঠ করা হয়। সেই থেকেই অদ্যবধি খেলার মাঠ হিসেবে ব্যবহার করে আসছে। কিন্তু হঠাৎ করে গত ১৮-৮-২০২৫ ইং তারিখে সবার অগোচরে বিদ্যালয় বন্ধ থাকার সুযোগে মাঠের দক্ষিণ পাশে আনুমানিক ১৪ শতক জায়গার একই গ্রামের কামাল হোসেন সিমেন্টের খুঁটি ও কাটাতারের বেড়া দেয়। ফলে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের চলাফেরা ও খেলাধুলা সহ বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে।

উক্ত বিষয়ে ম্যানেজিং কমিটির সদস্য ফারুক হোসেন বলেন, বিদ্যালয়টি শুরু থেকে ওই জায়গায় ঘর ছিল। উক্ত জায়গাটি স্কুলেরি , কিন্তু কামাল হোসেন ভুয়া কাগজ তৈরি করে জবরদখল করে বেড়া দিয়েছে।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেকেন্দার আলী বাদী হয়ে জেলা বগুড়ার নন্দীগ্রাম সহকারী জজ আদালতে ৩২০/২০২১ একটি মামলা দায়ের করে। গত ৪/০৮/ ২০২৫ নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নন্দীগ্রাম অফিসার ইনচার্জ থানা বরাবর একটি অভিযোগ করেন।

এ বিষয়ে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করলে তিনি জানান, যেহেতু আদালতে মামলা রয়েছে, যার কারণে আদালতে শরণাপন্ন হওয়ার জন্য বলেন।

অপর দিকে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ ওসি মোজহারুল ইসলাম এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, অভিযোগ পেয়েছি তদন্ত চলছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print