আগস্ট ২১, ২০২৫ ৫:৫৮ পিএম

নন্দীগ্রামে সড়ক দূর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

Oplus_16777216
Oplus_16777216

বগুড়ার নন্দীগ্রামে সড়ক দূর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুম (ভদ্রাবতীতে) সড়ক দূর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা আঞ্জুমান বানু।

উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হকের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন, নন্দীগ্রাম সহকারী কমিশনার রোহান সরকার, বগুড়া বিআরটি এর সহকারী পরিচালক হারুন রশিদ, বগুড়া রোডর্স এন্ড হাইওয়ে উপসহকারী প্রকৌশলী মেহেদী হাসান, বগুড়া ওয়ার্কস সপার ডাইভারদ বগুড়ার শহিদুল ইসলাম,পৌর নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ(ওসি) মোজাহারুল ইসলাম, কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার ফজলুল করিম, উপজেলা প্রকৌশলী নুরনবী খান, মনছুর হোসেন ডিগ্রী কলেজের অধ্যাক্ষ মাহবুবর রশিদ তোতা, নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এর (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক আব্দুর রশিদ আকন্দ, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আলউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, বগুড়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনজুরুল ইসলাম রাজু, পৌর জামায়াতের সেক্রেটারী আব্দুল আলিম, পৌর প্রশাসনিক সম্পাদক আব্দুস সাত্তার, নন্দীগ্রামে বিসিআইসি ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যবসায়ী মোখলেছুর রহমান,১নং ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান, চেয়ারম্যান কামাল হোসেন, আবুল কালাম, নন্দীগ্রাম টেম্পু মালিক সমিতির সভাপতি আব্দুল হান্নান, সহ-সম্পাদক জাহিদুর রহমান, নন্দীগ্রাম বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আকতার হোসেন, সাংবাদিক মামুন আহমেদ, মনিরুজ্জামান মনির, জাকারিয়া লিটন, আব্দুর রউফ উজ্জ্বল, রাকিব বাবু প্রমূখ।

আলোচনা সভায়, বগুড়া নাটোর মহাসড়কে দুর্ঘটনা রোধে এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ নানাবিধ সমস্যা নিয়ে আলোচনা করা হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print