এপ্রিল ২৩, ২০২৫ ৫:৩২ পিএম

নানা আয়োজনে নন্দীগ্রাম উপজেলা প্রশাসনের বাংলা নববর্ষ উদযাপন

বগুড়ার নন্দীগ্রামে উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ পালন করা হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা আঞ্জুমান বানুর নেতৃত্বে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলা ১৪৩২ নতুন বছর বরণ ও আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এতে উপজেলার প্রতিটি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সামাজিক সংগঠন উপজেলা প্রেস ক্লাব ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এরপর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের হয়ে আনন্দ শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরিষদ চত্ত¡রে এসে শেষ হয়। এরপর নন্দীগ্রাম কেন্দ্রীয় শহিদ মিনার চত্ত¡রে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা আঞ্জুমান বানু। সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, প্রাণীসম্পদ কর্মকার্তা কল্পনা রাণী রায়, শিক্ষা অফিসার এসএম সারওয়ার জাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার ফজলুল করিম, উপজেলা পরিসংখ্যান অফিসার রবিউল ইসলাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য, কৃষি সম্প্রসারণ অফিসার শর্মিলী ইসলাম, সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রউফ, মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আক্তার বানু , সমবায় কর্মকর্তা ঝরনা রাণী দেবনাথ, ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আক্তার হোসেন দুলাল, নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print