বগুড়ায় এক নারীর করা অভিযোগের বিষয়ে প্রশ্ন করায় থানার ভেতরেই সাংবাদিককে অকথ্য গালিগালাজ, হাত-পা ভেঙে ফেলার হুমকি ও প্রাণনাশের ভয় দেখানোর অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বগুড়া সদর থানার ভেতরেই এ ঘটনাটি ঘটে—যা সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।
অভিযুক্ত পুলিশ সদস্য হলেন বগুড়া সদর থানার সাব-ইন্সপেক্টর মোস্তাফিজ। আর হুমকির শিকার সাংবাদিক হলেন বগুড়া মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার রাজশাহী ব্যুরো চীফ ফয়সাল হোসাইন সনি।
সাংবাদিক সনি জানান, এক নারী সাব-ইন্সপেক্টর মোস্তাফিজের বিরুদ্ধে তাকে কু-প্রস্তাব দেওয়ার অভিযোগ করেন। এ বিষয়ে তার বক্তব্য জানতে সনি ফোন করলে ওই কর্মকর্তা স্থানীয় সন্ত্রাসীদের মাধ্যমে তাকে হুমকি পাঠান। পরে সাংবাদিক সনি শুক্রবার সন্ধ্যায় থানায় গেলে মুখোমুখি অবস্থায় সাব-ইন্সপেক্টর মোস্তাফিজ তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং “হাত-পা ভেঙে ফেলা” ও “প্রাণে মেরে ফেলার” হুমকি দেন।
ঘটনার পর অভিযুক্ত সাব-ইন্সপেক্টর মোস্তাফিজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি।
ঘটনাটি নিয়ে কথা বলতে গেলে পুলিশ সুপার শাহাদাত হোসেন বলেন, বিষয়টি আমরা ইতিমধ্যে জেনেছি আমরা বিষয়টি নিয়ে আলোচনা করেছি তার সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।