বগুড়া শাজাহানপুরে নিখোঁজের ২ দিন পর স্কুলছাত্র নওছেল (১২) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
সোমবার সন্ধ্যায় উপজেলা খরনা দাড়িগাছা এলাকায় ফুলবাড়ি মাঠে ঘাসজমি থেকে তার লাশ উদ্ধার করে। গত ২দিন ধরে সে নিখোঁজ ছিল।
নিহত নওছেল উপজেলার খরনা ইউনিয়নের দাড়িগাছাহাট পাড়া গ্রামের ইসরাফিল টিক্কার ছেলে। তিনি দাড়িগাছা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় এলাকাবাসী জানায়, গত ২ দিন আগে থেকে সে নিখোঁজ ছিলেন। এরপর থেকে তার পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করে।
শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হচ্ছে । এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
