ডিসেম্বর ১, ২০২৫ ১০:০৭ পূর্বাহ্ণ

কমেছে ডিম ও ব্রয়লারের দাম, বেড়েছে আটার

‘নিত্য পণ্যের দাম কমলে স্বস্তিতে জীবনযাপন করতে পারব’

বগুড়ায় কমেছে ব্রয়লারের দাম
বগুড়ায় কমেছে ব্রয়লারের দাম। ছবি: এনসিএন

দেশে জ্বালানির দাম বাড়ায় নিত্যসামগ্রীর বাজারে প্রভাব পড়েছিল। তবে গেল দু’দিন ধরে কমতে শুরু করেছে পোল্ট্রি শিল্পের পণ্যগুলোর দাম। এ তালিকায় যুক্ত হয়েছে ডিম ও ব্রয়লার মুরগী।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) বগুড়ার বাজারে দাম কমেছে ব্রয়লার মুরগীর। এই মুরগীর দাম কেজিতে কমেছে ২০ টাকা।

আরও পড়ুন: ডিমের বাজারে হালিতে কমলো ১০ টাকা

এদিন শহরের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ব্যবসায়ীরা ব্রয়লার মুরগী কেজিতে বিক্রি করছেন ১৭০ থেকে ১৭৫ টাকা, যা গতকালও ছিল ১৯০-১৯৫ টাকা।

ব্রয়লারের দাম কমার বিষয়ে ফতেহ আলী বাজারের ব্যবসায়ী আমিন বলেন, ‘এই মুরগী বেশিরভাগ সময়ে বাসাবাড়ির জন্য কেনা হয়। তবে হঠাৎই দাম বেড়ে যাওয়ায় মুরগীর বিক্রি কমে গিয়েছিল। তবে বর্তমানে সরবরাহ বাড়ায় ও দাম কিছুটা কমায় আবার ব্যবসা বাড়বে বলে জানান এই ব্যবসায়ী।’

আরও পড়ুন: বগুড়ায় ভ্রাম্যমান আদালতে অভিযান…

বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী বাদশা সরকার জানান, ‘গত কয়েকদিন ধরে বাজারে প্রতিটি পণ্যের দামই বেড়েছে। তার সঙ্গে যুক্ত হয়েছিল ব্রয়লার মুরগীও। অন্যান্য গোশতের দাম বাড়ায় এই মুরগী ছিল শেষ ভরসা। তবে দাম বেড়ে যাওয়ায় সেটিও তালিকা থেকে বাদ দিতে হয়েছিল। আজ শুনছি কেজিতে ২০ টাকা কমেছে। ধীরে ধীরে হলেও বাজারে নিত্য পণ্যের দাম কমলে স্বস্তিতে জীবনযাপন করতে পারব।’

ডিমের বাজার ঘুরে দেখা গেছে, সরকারের ডিম আমদানির সিদ্ধান্তে হালিতে সর্বোচ্চ ৫ থেকে ৮ টাকা কমে বিক্রি হচ্ছে পণ্যটি। গেল কয়েকদিন ধরে শহরতলীর অলিতে গলিতে প্রতি হালি ডিম বিক্রি হচ্ছিল ৪৮ থেকে ৫০ টাকায়। যা আজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪২ টাকায়।

এদিকে বাজারে খোলা আটার দাম বেড়েছে। গেল এক সপ্তাহের ব্যবধানে কয়েক দফায় বাড়লো এই পণ্যের দাম। বর্তমানে খোলা আটা কেজিতে বিক্রি হচ্ছে ৫২ টাকাতে, যা ক’দিন আগেও ছিল ৪৪ টাকা। অন্যান্য পণ্যের সাথে আটার দাম বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ সাধারণ ভোক্তারা।

এনসিএন/এআইএ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print