এপ্রিল ২৩, ২০২৫ ৬:২৮ পিএম

নির্বাচন যারা চায় না, তারা হাসিনার মতোই আচরন করছে : এ্যাড. ওহাব

বগুড়া জেলা বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব বলেছেন, বিএনপি আপামর জনসাধারণের দল। জনগনের ম্যান্ডেট নিয়ে আগামীতে বিএনপি ক্ষমতায় যাবে। এটা বুঝতে পেরে কিছু কুচক্রীর মাথা খারাপ হয়ে গেছে। বিএনপি ক্ষমতায় যাক, এটা কেউ কেউ মানতেই পারছে না। নির্বাচন বিলম্বিত করতে একটি মহল নানা ষড়যন্ত্র করছে। নির্বাচন যারা চায় না তারা হাসিনার মতোই আচরন শুরু করেছে। হাসিনার বিরুদ্ধে ভোটাধিকার ফিরে পেতে ১৭ বছর আন্দোলন করেছে বিএনপি। কোন ষড়যন্ত্র করে কোন লাভ হবে না। দ্রুত বাংলার মাটিতে জাতীয় সংসদ নির্বাচন আদায় করবে বিএনপিসহ দেশের জনগণ।

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের কিচক হাইস্কুল মাঠে ইউনিয়ন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ কর্মীসভা উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উক্ত কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম তাজুল ইসলাম, শিবগঞ্জ পৌর বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, উপজেলা কৃষকদলের সহ-সভাপতি আফছার আলী, কিচক ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক রাব্বীন হোসেন, সাংগঠনিক সম্পাদক মহসিন আলী, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ জুবায়ের, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদ রানা মাসুম, সাধারন সম্পাদক রায়হানুল হক রনি, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মীর মুন, পৌর যুবদলের সাধারণ সম্পাদক মাহদী হাসান তমাল, ইউনিয়ন যুবদলের সভাপতি রমজান আলী রিপন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক আরিফ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাফিজ, সাধারণ সম্পাদক রিপন, সাংগঠনিক সম্পাদক সাব্বির।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সামিউল আলম আক্কাস, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আইয়ুব কাজী, কিচক ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ফরহাদ, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মেহেদুল ইসলাম প্রমুখ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print