এপ্রিল ২৩, ২০২৫ ৫:০৬ পিএম

নিষিদ্ধ সংগঠন নন্দীগ্রাম ছাত্রলীগের ক্রীড়া সম্পাদকসহ গ্রেপ্তার তিন

নিষিদ্ধ সংগঠনের বগুড়ার নন্দীগ্রামে ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক আশরাফুল ইসলাম পায়েল সহ নাশকতা মামলায় দুই ও রাজনৈতিক মামলায় ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গত মঙ্গলবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের দমদমা গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে লুৎফর রহমান (৬০), বৃকঞ্চি গ্রামের মৃত জালাল উদ্দিন মন্ডলের ছেলে মজনুর রহমান (৪৫) ও নন্দীগ্রাম কলেজপাড়ার খোকন আলীর ছেলে আশরাফুল ইসলাম পায়েল (২২)।

লুৎফর রহমান ও মজনুর রহমান উপজেলা আওয়ামী লীগ নেতা এবং আশরাফুল ইসলাম পায়েল উপজেলা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তারিকুল ইসলাম জানান, নাশকতা ও রাজনৈতিক মামলায় ৩জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

মোঃ মামুন আহমেদ
নন্দীগ্রাম বগুড়া
তারিখঃ-৩০-১০-২০২৪

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print