বগুড়ার শাজাহানপুরে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে বিশাল আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা করেছে উপজেলা আওয়ামী লীগ।
শনিবার (২৫ জুন) বিকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য আনন্দর্যালি বের হয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক প্রদক্ষিন শেষে মাঝিড়া বটতলায় এসে আলোচনাসভায় মিলিত হয়।
পদ্মা সেতুর উদ্বোধন আনন্দে র্যালিতে প্রধনমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে নানা শ্লোগানে মুখরিত হন ।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি (ভারপ্রাপ্ত) ও উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু এবং সাধারন সম্পাদক তালেবুল ইসলামের নেতৃত্বে র্যালিতে অংশনেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহফুজার রহমান বাবলু, সাইফুল ইসলাম, যুগ্ম-সম্পাদক ফরিদুল ইসলাম মুক্তা, ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মোল্লা, সেলিমুজ্জামান সেলিম, আসাদুজ্জামান লিটন, উপজেলা যুবলীগ সভাপতি ভারপ্রাপ্ত আলী ইমাম ইনোকী, সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) বাদশা আলমগীর,উপজেলা স্বেছাসেবকলীগের সভাপতি জিয়াউল হক জুয়েল, শ্রমিকলীগের সভাপতি রুবেল সরকার, সাধারন সম্পাদক নুরুনবী তারেক, কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ ঠান্ডা, সাধারণ সম্পাদক তাজনুর রহমান শাহীন, ছাত্রলীগ সভাপতি রাকিবুল ইসলাম রঞ্জু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নেছার উদ্দিন বাবলু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দীন, যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দলীয় নেতাকর্মীরা।
