অক্টোবর ১৬, ২০২৫ ১:৫০ এএম

পিআর পদ্ধতিতে নির্বাচন না করলে নতুন ফ্যাসিস্ট ফিরে আসবে : বগুড়ায় মুফতী ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিনিয়র নায়েবে আমীর (শায়েখে চরমোনাই) মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, পিআর পদ্ধতি এমন একটি ব্যবস্থা, যেখানে জনগণের প্রতিটি ভোটের মূল্য আছে। ছোট-বড় সব দলই সংসদে আসন পাবেন। কারো আদর্শ বিক্রি করে আমরা ক্ষমতায় যেতে চাই না। সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। এটা চালু করা ছাড়া বিকল্প নেই। অন্যথায় আবারও বাংলাদেশে নতুন করে ফ্যাসিস্ট ফিরে আসবে। 

মঙ্গলবার বিকেলে বগুড়া শহরের শহীদ খোকন পার্কে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন দলটির জেলা শাখার সভাপতি আ.ন.ম মামুনুর রশীদ ও সঞ্চালনায় ছিলেন জেলা সেক্রেটারী অধ্যাপক শফিকুল ইসলাম শফিক। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমীর আল্লামা আব্দুল হক আজাদ।

প্রধান অতিথির বক্তব্যে মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, দেশ কারও বাপ-দাদার সম্পত্তি নয়। জনগণের ভোটাধিকার নিশ্চিত না হলে আমরা ঘরে বসে থাকব না। যদি কেউ বলে, আমরা শরিয়া আইন বিশ্বাস করি না, তাদের ব্যাপারে ফতোয়া কি হবে আপনারা জানেন।

জনসভায় বক্তব্য দেন ইসলামী আন্দোলনের সিনিয়র সহ সভাপতি ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ বগুড়ার সভাপতি মাওলানা আব্দুল মতিন, সহ সভাপতি অধ্যাপক মীর মাহমুদুর রহমান চুন্নু, যুগ্ম সেক্রেটারী অধ্যাপক মুফতী এমদাদুল হক, সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্য্যাপক জিয়াউর রহমান জিয়া, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বগুড়ার সভাপতি মুহাম্মাদ সোহরাব হোসেন, ইসলামী শ্রমিক আন্দোলন সভাপতি ফরহাদ হোসেন মন্টু, ইসলামী ছাত্র আন্দোলন সভাপতি নাঈম হাসান প্রমুখ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print