ডিসেম্বর ৪, ২০২৩ ১২:১৯ এএম

পুলিশের বাধায় থেমে গেলো ইসলামী আন্দোলনের ইসি ঘেরাও

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা বন্ধ করতে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ঘেরাও করতে গণমিছিল নিয়ে এগিয়ে যাচ্ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ।

কিন্তু রাজধানীর শন্তিনগরে পুলিশি বাধার মুখে পরে দলটির নেতাকর্মীরা। পরে দলটির নেতারা নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি বন্ধ করে।

আরো পড়ুনঃ তাফসিলের পর বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা: ডিবি হারুন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা বন্ধ করতে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ঘেরাও করতে গণমিছিল নিয়ে এগিয়ে যাচ্ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ।

কিন্তু রাজধানীর শন্তিনগরে পুলিশি বাধার মুখে পরে দলটির নেতাকর্মীরা। পরে দলটির নেতারা নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি বন্ধ করে।

বুধবার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বায়তুল মোকাররম উত্তর গেট থেকে গণমিছিল শুরু করে দলটি।

তপশিল ঘোষণা করা হলে নির্বাচন কমিশন ভবন অভিমুখে গণমিছিল করা হবে বলে গতকালই ঘোষণা করেছিল দলটি।

মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে পল্টনের কার্যালয়ে দেশের চলমান সংকটজনক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেছিলেন, রাজনৈতিক সমঝোতা ছাড়া এক তরফা আত্মঘাতির তপশিল ঘোষণা দেশবাসী মানবে না।

উল্লেখ্য, আজ সন্ধ্যা ৭টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সকাল ১০টায় তপশিল ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসি সচিব মো. জাহাংগীর আলম।

তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের জন্য বুধবার বিকেলে ২৬তম কমিশন সভা অনুষ্ঠিত হবে। এরপর সন্ধ্যা ৭টায় সব গণমাধ্যমে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করবেন সিইসি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সম্পর্কিত