ডিসেম্বর ১, ২০২৫ ২:০০ অপরাহ্ণ

পোরশায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বর্ণাঢ্য র‍্যালীর ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁর পোরশায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
বুধবার এ উপলক্ষে আয়োজিত এক র‍্যালীতে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রদলের আহবায়ক হারুন অর রশিদ। পরে নিতপুর দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহবায়ক হারুন অর রশিদ। প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সহসভাপতি জিএম সালেহ  জেমস)। 

বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক শাহাজামান, সহ সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সদস্য ইকবাল হাসান শাহ্ চৌধুরী ও সদস্য আব্দুল জব্বার। প্রধান বক্তা ছিলেন যুগ্ম সাধারন সম্পাদক শেখ ফরিদ জনি। 

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমারেনর পরিচালনায় অন্যান্যের মধ্যে সাবেক উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি তৌফিকুর রহমান চৌধুরী, সাবেক সাধারন সম্পাদক মাসুদ রানা, সাবেক সহ সাংগঠনিক  সম্পাদক আজাহার আলী এবং নিতপুর ইউপি বিএনপির সাবেক সভাপতি সানাউল্লাহ মন্ডল, জেলা ছাত্রদল নেতা আরিফ হোসেন মাহিন, মোহাম্মাদ আলী সাজিদ সহ জেলা ও উপজেলার ছাত্রদল নেতৃবৃন্দ।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print