ডিসেম্বর ১, ২০২৫ ১০:০৬ পূর্বাহ্ণ

পোরশায় পানি নিয়ে বাড়ি ফিরা হলো না গৃহবধু সাথীর

Oplus_16908288
Oplus_16908288

নওগাঁর পোরশায় রাস্তা পারাপারের সময় রডবাহী ভ্যানের ধাক্কায় মজিরন সাথী(২৭) নামে এক গৃহবধু নিহত হয়েছেন।

নিহত মজিরন নিতপুর কপালীর মোড় রোডসংলগ্ন পাড়া এলাকার রায়হানের স্ত্রী।

স্থানীয়রা জানান, মজিরন শনিবার দুপুরে তার বাড়ি থেকে বের হয়ে খাবার পানি নেয়ার জন্য রাস্তা অপরপাশে যাচ্ছিলেন। এসময় পোরশার দিক থেকে আশা একটি রডবাহী ভ্যান তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সে গুরতর আহত হয়। তাৎক্ষনিক খবর পেয়ে এলাকার লোকজন এসে আহত অবস্থায় উদ্ধার করে পোরশা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

থানা অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে ভ্যান ও ভ্যান চালকের খোঁজ না পাওয়ায় এবং কেউ অভিযোগকারী না থাকায় লাশ পরিবারের লোকজন নিয়ে গেছে বলে জানান।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print