নওগাঁর পোরশায় জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠন সমূহ র্যালি ও সমাবেশ করেছে।
জুলাই গণভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষ্যে বুধবার সকাল ১১টায় নিতপুর কপালীর মোড় থেকে বিশাল একটি র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
সেখানে এক সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি তৌফিকুর রহমান চৌধুরী, সাবেক সাধারন সম্পাদক লায়ন মাসুদ রানা, নিয়ামতপুর উপজেলা বিএনপির সহসভাপতি ভিপি আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাদশা চৌধুরী, পোরশা উপজেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক আজাহার আলী, সাবেক সহসভাপতি আব্দুল গনি ও যুবদল সাবেক সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ।
র্যালি ও সমাবেশে উপজেলা বিএনপি সাবেক আহবায়ক শফিউদ্দিন, সাবেক সহসভাপতি গোলাম রহমান, যুবদলের আহবায়ক ইকবাল শাহ্, যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক শাহজামান, সাবেক যুবদলের সিনিয়র সহসভাপতি ইব্রাহীম আলী, ঘাটনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান সহ উপজেলা বিএনপি, যুবদল, কৃষকদল, ছাত্রদলসহ দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সাবেক ও বর্তমান কয়েকহাজার নেতা-কর্মীরা অংশগ্রহন করেন।