ডিসেম্বর ১, ২০২৫ ৭:১৮ পূর্বাহ্ণ

পোরশায় স্বামী-স্ত্রীর রহস্য জনক মৃত্যু

নওগাঁর পোরশায় স্বামী-স্ত্রী এক দম্পত্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার নিতপুর ইউনিয়নের শিতলী ডাঙ্গাপাড়া গ্রামে চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটে।

বুধবার সকালে খবর পেয়ে থানা পুলিশ আব্দুল হাই(৬০) এর মরদেহ ঘরের ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় ও তার স্ত্রী মমেনা বেগম ফেলানী (৩৫) এর মরদেহ শুয়ে থাকা অবস্থায় নিজ বাড়ি থেকে উদ্ধার করেছেন। মমেনা আব্দুল হাইয়ের দ্বিতীয় স্ত্রী। পারিবারিক কলহের জেরে শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যার পর গলায় দড়ি দিয়ে আব্দুল হাই আত্মহত্যা করেছেন বলে স্থানীয়রা ধারনা করছেন।

থানা অফিসার ইনচার্জ (তদন্ত) শাহ্ আলম সরদার জানান, তারা খবর পেয়ে লাশ উদ্ধার করেছেন। তাদের ধারনা পারিবারিক কলহের জেরে রাতে আব্দুল হাই শ্বাসরোধ করে স্ত্রী ফেলানীকে হত্যা করেছেন। পরে তিনি নিজেও ঘরের ফ্যান হুকের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত শেষে তাদের মৃত্যুর প্রকৃত ঘটনা জানা যাবে। এব্যাপারে থানায় একটি জিডি হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print