সেপ্টেম্বর ১৪, ২০২৫ ৭:২৭ পিএম

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বগুড়ার গাবতলীতে পৌর বিএনপির বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ

Oplus_16908288
Oplus_16908288

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বগুড়ায় চারদিনব্যাপী কর্মসূচি পালন করছে দলটি। এর অংশ হিসেবে তৃতীয় দিনে বৃহস্পতিবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি গাবতলীতে পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বেলা সাড়ে ১১টার দিকে পৌর এলাকা থেকে একটি বিশাল র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে সমাবেশে মিলিত হয়।

পৌর বিএনপির সভাপতি কায়দোজ্জোহা টিপুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও গাবতলী পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, বিএনপি নেতা আবুল হোসেন মোল্লা, ডা. সাবেদ আলী, চেয়ারম্যান আব্দুল ওহাব, বিএনপি নেতা রব্বানী আব্দুল হালিম টুটুল, সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান, মতিয়ার রহমান মতি, আফসার আলী মিজু, আবু হাসনাত সাইন, শাহিদুল ইসলাম, তারিকুল ইসলাম, তাজুল ইসলাম, মোস্তফা কামাল কনক, নাসির উদ্দিন বুলবুল, হামিদুর রহমান শিলুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন নেতৃবৃন্দ। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোসহ প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফেরাত কামনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print