রাজধানীর রামপুরায় দেশের খ্যাতনামা আলোকচিত্রীদের নিয়ে ফটো অ্যাফেয়ার্স গ্রুপের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় দ্যা ওয়াইল্ড লাউঞ্জ রেস্তোরাঁয় এ প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন উপলক্ষে ইফতার মাহফিল ঘিরে আলোকচিত্রীদের এক মিলনমেলায় পরিনত হয়।
ইফতার শেষে গ্রুপের সদস্যরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। প্রাণবন্ত এই আয়োজন ঘিরে উপস্থিত আলোকচিত্রীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
গ্রুপের প্রতিষ্ঠাতা এস.এম ইউসুফ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষক ও ডকুমেন্টারি আলোকচিত্রী দিন মোহাম্মদ শিবলী, বন্য প্রাণী বিশেষজ্ঞ ও আলোকচিত্রী ফরিদী নোমান, তরুণ উদ্যোক্তা ও ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার তৌহিদ পারভেজ বিপ্লব এবং ফটোসাংবাদিক এস.এম আরিফুল আমিন।
উল্লেখ্য, ২০১৮ সালের ২৩ মার্চ প্রতিষ্ঠিত ফটো অ্যাফেয়ার্স গ্রুপ বর্তমানে দেশের সবচেয়ে বড় অনলাইন আলোকচিত্র প্ল্যাটফর্ম। যার সদস্য সংখ্যা প্রায় দুই লক্ষাধিক। প্রতিষ্ঠার পর থেকে এটি আটটি আন্তর্জাতিক ও আঞ্চলিক আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করেছে। সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে একটি আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেও প্রশংসা কুড়িয়েছে গ্রুপটি। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনকে ঘিরে গ্রুপের সদস্যরা ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং আলোকচিত্র চর্চাকে আন্তর্জাতিক মানে উন্নতি করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এসময় গ্রুপ এডমিন রেহানা বেগম, মানিফা নাজ ফাতেমা, সুহৃদ শাহরিয়ার ও মাহমুদ রাইয়্যান, উপদেষ্টা প্যানেল থেকে রেজাউল হাসান, মৌসুমি সিরাজ সহ প্রায় ৩৫ জন স্বনামধন্য আলোকচিত্রী অংশ নেন।
