ডিসেম্বর ৫, ২০২৪ ১০:২১ এএম

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো স্পেন

অবশেষে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো ইউরোপের দেশ স্পেন। দেশটির প্রধানমন্ত্রী জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতেই তাদের এই উদ্যোগ। তবে দেশটির এমন পদক্ষেপে ক্ষুব্ধ ইসরায়েল।

মঙ্গলবার (২৮ মে) স্পেনের তরফ থেকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করা হয়।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ তার বক্তব্যে বলেন, ফিলিস্তিন রাষ্ট্রই শান্তির একমাত্র পথ। ফিলিস্তিনি রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য মন্ত্রিসভা ভোটের আগে মঙ্গলবার (২৮ মে) সানচেজ এ বক্তব্য রাখেন। তিনি এটিকে ঐতিহাসিক ন্যায়বিচারের বিষয় বলে অভিহিত করেছেন।

তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ হল একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা, ইসরায়েল রাষ্ট্রের পাশাপাশি বসবাস করা।

কিছুদিন ধরেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য নরওয়ে, আয়ারল্যান্ড, স্পেন, স্লোভেনিয়া ও মাল্টা। সমন্বিতভাবে এই ঘোষণা দেওয়ার ইঙ্গিত দেয় তারা। দেশগুলোর মতে, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির জন্য দ্বি-রাষ্ট্রীয় সমাধান অপরিহার্য।

এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন সময়ে বিশ্বের ১৪৩টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print