কেন্দ্রীয় বিএনপি ঘোষিত ৫ আগস্টের কর্মসূচি ‘জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থান -২০২৪’ এর ছাত্র জনতার বিজয় মিছিল সফল করতে শিবগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুলাই) বিকেল ৫টায় শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম।
এসময় বক্তব্যে মীর শাহে আলম বলেন, ৫ আগষ্ট আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন। এ দিনেই জনাব তারেক রহমানের নেতৃত্বে ছাত্র-জনতা আন্দোলন করে ফ্যাসিস্ট হাসিনাকে দেশ থেকে বিতাড়িত হয়েছে। সেই ছাত্র-যুবকেরা এখনও জনাব তারেক রহমানের নেতৃত্বে মাঠে আছে, দেশে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে না আসা পর্যন্ত মাঠেই থাকবে। শিবগঞ্জের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে মানুষ প্রস্তুত, ৫ আগস্টের বিজয় মিছিল কর্মসূচি স্মরণীয় হয়ে থাকবে। এসময় তিনি নেতা-কর্মীদের শৃঙ্খলা রক্ষাসহ নানা দিক-নির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন।
এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব, শিবগঞ্জ পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল করিম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম মানিক, সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, তাহেরুল ইসলাম ও আনোয়ারুল ইসলাম মুকুল, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ মাস্টার, ছাত্র বিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত।
এছাড়াও যৌথসভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: আবু তাহের, ফজলুর রহমান উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ জোবায়ের, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাসুম ও সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি, উপজেলা কৃষক দলের সভাপতি জহুরুল ইসলাম ঠান্ডু, সাধারণ সম্পাদক তোফায়েল আহম্মেদ সাবু, সহ-সভাপতি আফছার আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, উপজেলা ছাত্রদলের সভাপতি বিপুল রহমান, সাধারণ সম্পাদক মীর মুন, উপজেলা মহিলা দলের সভানেত্রী মিনারা বেগম এবং উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। সভায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির নেতা মিনহাজ আলী, তাহেরুল ইসলাম, ওবায়দুর রহমান, জুলফিকার হাসান শাওন, ওয়ারেছ আলী, মোঃ আবু সাঈদ, ওছমান গনি, আজমল হোসেন সবুজ, আইনুল হক মেম্বার, রাসেল মাহমুদ সবুজ, আনিছুর রহমান, রাব্বিন আহম্মেদ, মহসিন আলী, অধ্যক্ষ আব্দুল আলীম, মাহবুব, মীর আবু জাকের মাকু, আব্দুল মান্নান দুলু, আব্দুল কুদ্দস, জাহাঙ্গীর আলম মিলন, ওমর ফারুক মিশু, আজিজার রহমান, আব্দুর রহিম ধলু, মোকাব্বর হোসেন, মামুন তালুকার, রোকনউদ্দৌলা রুবেল, রুহুল আমিন ফটু, নাজমুল হোসাইন, আব্দুল মান্নান, কামরুজ্জামান তারা, জিয়াউল আলম লিমটন, পৌর ছাত্রদলের সভাপতি আলামিন, যুবদল নেতা আবু শাহীন, মাহদী হাসান তমাল, আতিকুর রহমান সুজন, রনি মিয়া এবং স্বেচ্ছাসেবক দল নেতা শাহিদুল ইসলাম, শাহিনুর ইসলাম শাহীন, জুয়েল হোসেন বাপ্পি, মেহেদী হাসান, আব্দুল বারিক মোল্লা, আইয়ুব কাজী, জনি মন্ডল ও ফারুক হোসেন, মহিলা দল নেত্রী মিনারা বেগম, তাজমেরী তুহিন প্রমুখ।