ফেব্রুয়ারি ১৫, ২০২৫ ১:৪৩ পিএম

ফ্যাসিস্ট হাসিনা সরকার বিচারের নামে প্রহসন করে তারেক রহমানকে মিথ্যা সাজা দিয়েছিল : ভিপি সাইফুল

বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম বলেছেন, ছাত্র-জনতার গণআন্দোলনে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়েছে। ফ্যাসিস্ট হাসিনা বিচারের নামে প্রহসন করে তারেক রহমানকে বানোয়াট মামলা দিয়ে সাজা দিয়েছিল। তারেক রহমান যেন দেশে ফিরতে না পারেন। আওয়ামী লীগের করা সাজানো মামলা থেকে তারেক রহমান একের পর এক খালাস পাচ্ছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে অতীতের মত আবার আপনাদের মাঝে আসবেন।

শনিবার বগুড়া পৌরসভার ৯নং ওয়ার্ডের খান্দার ঠনঠনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীর্তাত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্য তিনি এ কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে রেখে তাকে অসুস্থ করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে আওয়ামীলীগ সরকার। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এখন লন্ডনে চিকিৎসাধীন, আপনারা সবাই দোয়া করবেন তিনি যেন সুস্থ হয়ে ওঠে। বিএনপি গণমানুষের দল যেকোন দুর্যোগে মহামারিতে জনগনের পাশে এসে দাঁড়ায়।

অনুষ্ঠানের শুরুতেই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর জন্মদিন উপলক্ষে তার আত্মার মাগফেরাত কামনা ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাংস্কৃতিক সম্পাদক ওয়াহেদ মুরাদ, জিলা স্কুলের প্রাক্তন শিক্ষক আক্তারুজ্জামান হোসেন হিরু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, কাহালু উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ রফিকুল ইসলাম, নন্দীগ্রাম পৌর বিএনপির সাবেক সভাপতি আহসান বিপ্লব রহিম, জেলা বিএনপি নেতা সৈয়দ আব্দুল গফুর দারা, উজ্জাল হোসেন, সামসুল হক রোমান, রেজ্জাকুল হায়দার রুনু, জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মাহমুদ শরীফ মিঠু, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক রাজেদুর রহমান রাজু, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি হাসানুজ্জামান পলাশ, আলী এখতিয়া উদ্দিন রানা, আবু নুর ওয়ালীদ, জহিরুল ইসলাম পলাশ, সাইদুল ইসলাম রবি, আতিকুজ্জামান সজীব, হোসেন পলিন, ফারুকুর ইসলাম ফারুক, বিপুল, সাহিনুর সাইদুল, মামানুর রশিদ,রবিউল ইসলাম, ইমরান রাঙ্গা, হারুনুর রশিদ, শোয়েব ইসলাম অভি, সৈয়দ নাহিদ, আরেফিন, প্রমুখ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print