যুব উন্নয়ন অধিদপ্তরের নিবন্ধনকৃত যুব সংগঠন ও যুব উদ্যোক্তাদের নিয়ে বগুড়া জেলা যুব পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের এক আলোচনা সভায় আগামী ৩ বছরের জন্য নির্বাহী পরিষদ ও উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।
কমিটিতে এস এম রবিউল হাসান দারুনকে সভাপতি এবং রেদওয়ানুল ইসলাম আকিবকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।
এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসাবে আবু হুরাইরা এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে আতিকুর রহমান বিপ্লবকে নিয়ে কমিটি গঠন করা হয়।
এসময় সভায় প্রধান অতিথি ও বগুড়া জেলা যুব পরিষদের প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুব পুরষ্কার প্রাপ্ত এস এম জাহিদ ও জেলার ১২টি উপজেলার বিভিন্ন যুব সংগঠকগণ।
