ডিসেম্বর ১, ২০২৫ ৮:৫০ পূর্বাহ্ণ

বগুড়ায় আত্মসাৎ করা ৫৭৭ বস্তা চাউল উদ্ধারসহ গ্রেপ্তার ৩

Oplus_16777216
Oplus_16777216

বগুড়ায় প্রতারণা করে আত্মসাৎ করা ট্রাকভর্তি ৫৭৭ বস্তা চাউল উদ্ধার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার রাত সাড়ে আটটার দিকে ডিবি পুলিশ বগুড়া সদর উপজেলার এরুলিয়া সিল্কিবান্দা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- চক্রের মূলহোতা ট্রাকচালক মো. আব্দুর রশিদ (৫২), হেলপার মো. সোহেল রানা (৩১) এবং সহযোগী মো. রঞ্জু (৩১)৷ উদ্ধারকৃত চাউলের ওজন প্রায় ১৫,০০২ কেজি, বাজারমূল্য আনুমানিক ১০ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা।

এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান।

পুলিশের এই কর্মকর্তা জানান, গত ১৯ আগস্ট দিনাজপুরের হিলি এলাকা থেকে একটি ট্রাকে ৫৭৭ বস্তা ‘সম্পা কাটারী চাউল’ ঢাকার আশুলিয়া নিয়ে যাওয়ার জন্য ভাড়া করা হয়। কিন্তু চালক ও হেলপার ট্রাকসহ চাউল আত্মসাৎ করে পালিয়ে যায়। এ ঘটনায় ২২ আগস্ট দিনাজপুরের দেলোয়ার হোসেন নামে এক পরিবহন ব্যবসায়ী বগুড়া সদর থানায় মামলা করেন। মামলার পর জেলা গোয়েন্দা পুলিশ তদন্তে নামে।

তিনি আরও জানান, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরে চুক্তিভিত্তিক পরিবহনের নামে বিভিন্ন পণ্য আত্মসাৎ করে আসছিলেন। তাদের মধ্যে রঞ্জুর বিরুদ্ধে ৬টি, রশিদের বিরুদ্ধে ১টি ও সোহেল রানার বিরুদ্ধে ১টি মামলা পূর্ব থেকেই বিচারাধীন রয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print