অক্টোবর ১, ২০২৫ ২:৪৫ এএম

ইজিবাইক ছিনতাইয়ের পর নির্মম হত্যা: নন্দীগ্রামে চালকের মরদেহ উদ্ধার

বগুড়ার নন্দীগ্রামে রিপন (৫০) নামের এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের নুন্দহ ফাজিল মাদ্রাসা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রিপনের বাড়ি বগুড়ার শেরপুর থানার গাড়িদহ তালপট্টি আমিন বাজার এলাকায়। তিনি বদিউজ্জামানের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, সোমবার রাত ৮টার দিকে প্রতিদিনের মতো রিপন ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। সাধারণত ফজরের আগে ফিরে এলেও ঘটনার দিন সকালে তিনি ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। এক পর্যায়ে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধারের খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন।

নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন এবং গলায় কাটার চিহ্ন রয়েছে বলে জানা গেছে। পরিবার ও স্থানীয়দের অভিযোগ, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে ইজিবাইকটি ছিনতাই করেছে।

এ বিষয়ে নন্দীগ্রাম-কাহালু সার্কেলের সহকারী পুলিশ সুপার নুরুজ্জামান বলেন, “নন্দীগ্রামে রিপন নামের এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।”

স্থানীয়রা জানান, এলাকায় ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা আগেও ঘটেছে। তবে এবার চালককে হত্যা করে ইজিবাইক নিয়ে যাওয়ার ঘটনা আতঙ্ক ছড়িয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print