বগুড়ার কাহালু উপজেলার ইন্দুখুর এলাকা থেকে ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তি হলেন– কাহালুর ইন্দুখুর এলাকার মো. আব্দুল হাই আকন্দের ছেলে মো. আশিক ইমন (২৫)। তিনি বগুড়া জেলা ছাত্রলীগের প্রস্তাবিত যুগ্ম সাধারণ সম্পাদক।
শুক্রবার (১২ জুলাই) রাত ৯টা ২০ মিনিটে কাহালু থানার পুলিশ অভিযান চালিয়ে নিজ এলাকা ইন্দুখুর থেকে তাকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বলেন, “আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
