অক্টোবর ৯, ২০২৪ ২:৩৫ এএম

বগুড়ায় খাদ্য বান্ধবের চাল উদ্ধার

বগুড়া সদরে তেলিহারা দক্ষিণপাড়ায় সরকারি খাদ্য বান্ধবের চাল বিক্রির সময় এক সিএনজি চালকে আটক করেছে গ্রাম পুলিশের সদস্যরা। এই সময় ৯ বস্তায় সাড়ে ৪০০ কেজি চাল ও ১০৭ টি ফাঁকা বস্তা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া চালের ও ফাঁকা বস্তাগুলো হেফাজতে নিয়েছে উপজেলা প্রশাসন। 

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে চালগুলো সরকারি কোষাগারের জব্দ তালিকা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ চন্দ্র সরকার।

বগুড়া সদর উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জানান, সোমবার রাতে শেকেরকোলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার তাজুল ইসলামের বাড়ির সামনে সরকারি চাল কেনাবেচা হচ্ছে এমম খবরে গ্রাম পুলিশের সদস্যরা অভিযান চালায়। এ সময় ৫০ কেজির বস্তায় ৯ বস্তা সরকারি খাদ্য বান্ধব চাল ও ফাঁকা ১০৭ টি বস্তা উদ্ধারসহ একজন সিএনজি চালককে আটক করা হয়। রাতভর উদ্ধার হওয়া চাল ও সিএনজি চালককে ইউনিয়ন পরিষদের জিম্মায় রাখা হয়। আজ দুপুরে ইউনিয়ন পরিষদে এসে খাদ্য বান্ধব কর্মসূচীর চাল হেফাজতে নেওয়া হয়েছে। এছাড়াও চক্রটির সঙ্গে সিএনজি চালক সরাসরি জড়িত না থাকায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়৷ এ ঘটনায় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print