বগুড়া শহরে দূর্বৃত্তরা এক সাংবাদিককে চাকু ঠেকিয়ে নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে শহরের রেলওয়ে ষ্টেশন এলাকায় ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার বগুড়া জেলা প্রতিনিধি ফয়সাল হোসাইন সনিকে বার্মিজ চাকু ঠেকিয়ে নগদ ৫৫ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
এবিষয়ে সাংবাদিক ফয়সাল হোসাইন সনি বগুড়া সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে সাংবাদিক ফয়সাল হোসাইন সনি জানান, পেশাগত দায়িত্ব পালনে শহরের তিনমাথা থেকে সাতমাথায় আসার সময় বগুড়া রেলওয়ে ষ্টেশন এলাকায় পৌঁছালে মদ্যপান অবস্থায় এক যুবক তার মোটরসাইকেলের সামনে আসে। এসময় ওই যুবক সেই সাংবাদিককে বলে, ঠিকঠাক মোটরসাইকেল ঠিকঠাকভাবে চালাবেন। প্রতিমধ্যে সেই যুবকসহ কয়েকজন মিলে আমাকে বার্মিজ চাকু ঠেকিয়ে আমার কাছে থেকে নগদ ৫৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়। পরবর্তীতে খোঁজ নিয়ে জানতে পারি মদ্যপান সেই যুবক জেলার গাবতলী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হিসাবে কর্মরত আছেন। তিনি হলেন জেলার গাবতলী উপজেলার খাদ্য নিয়ন্ত্রক আবু সম্রাট খান।
এ ব্যাপারে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দীন জানান, আমরা অভিযোগ পেয়েছি তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।