সেপ্টেম্বর ১২, ২০২৪ ৭:২৪ এএম

বগুড়ায় চাতালের গুদামের তালা ভেঙে ৪৪ বস্তা চাল চুরি

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা সদরের তিশিগাড়ি এলাকায় মেসার্স খাজা চাউল কলের চাতালের গুদামের তালা ভেঙে ৪৪ বস্তা চাল চুরি হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার রাতে।

জানা গেছে, উপজেলা সদরের তিশিগাড়ি এলাকার নাজমুল আরেফিন বাবুর মালিকানাধীন মোসার্স খাজা চাউল কলের চাতালের শ্রমিকরা ভোরে ধান সিদ্ধর কাজ করতে উঠে দেখেন চাতালের গুদামের দরজা খোলা। কে বা কারা মূল গেটের তালা কেটে ভিতরে প্রবেশ করে গুদামের তিনটি তালা কেটে ৪৪ বস্তা চাল চুরি করে নিয়ে গেছে।

এ বিষয়ে নাজমুল আরেফিন বাবুর বড় ভাই আনিছুল ইসলাম লিটন জানান, গুদামে ৬০ কেজি করে ৪৪ বস্তায় মোট দুই হাজার ৬৪০ কেজি চাল ছিল। এ বিষয়ে থানায় মৌখিকভাবে জানানো হয়েছে।

থানা অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র সরকার জানান, বিষয়টি তিনি জেনেছেন। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print