ডিসেম্বর ১, ২০২৫ ৯:০৭ পূর্বাহ্ণ

বগুড়ায় জমি থেকে লাশ উদ্ধার করল পুলিশ

বগুড়া লাহিড়ী পাড়ায় জমি থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবিঃ এনসিএন
বগুড়া লাহিড়ী পাড়ায় জমি থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবিঃ এনসিএন

বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের রায়মাঝিড়া গ্রামের একটি জমির মধ্যে থেকে লাশ উদ্ধার করে সদর থানা পুলিশ।

শুক্রবার (২২ জুলাই) সকাল সাড়ে সাতটার সময় কয়েকজন কৃষক জমিতে কাজ করতে গেলে ফাকা জমির মধ্যে একজনকে পরে থাকতে দেখে লোকজন এগিয়ে গেলে লাশ দেখতে পেয়ে পুলিশ কে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে।

নিহত শাহ আলম (৩০) ইউনিয়নের রায়মাঝিড়া পশ্চিমপাড়া গ্রামের মোঃ আমজাত হোসেনে ছেলে।

লাশের পরিচয় তার পরিবার নিশ্চিত করে বলেন, গতকাল রাতে বাড়ি থেকে বের হয় রাতে আর বাড়ি ফেরেনি, সকালে বাড়ির পেছনে জমির মধ্যে তাকে পরে থাকতে দেখা যায়। এগিয়ে গিয়ে দেখি তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা ঘটনাস্থলে এসে জানান, মৃতের শরীরে কোন ক্ষতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ থানায় নিয়ে যেয়ে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print