ডিসেম্বর ৩, ২০২৩ ১১:৩৬ পিএম

বগুড়ায় ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

বগুড়ায় মালবাহী ট্রাকের ধাক্কায় মজিবর রহমান (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে সদর উপজেলার ন্যাংড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মজিবর রহমান একই উপজেলার দশটিকা সরদারপাড়া এলাকার মৃত হায়দার আলীর ছেলে।

এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার উপপরিদর্শক নূর জাহিদ।

স্থানীয়দের বরাতে পুলিশের এই কর্মকর্তা জানান, সকাল সাড়ে ৯ টার দিকে মজিবর বাইসাইকেল নিয়ে যাচ্ছিলেন। এসময় পেছন থেকে একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৮৮০২) তাকে ধাক্কা দেয় এবং ঘটনাস্থলেই তিনি নিহত হন।

তিনি আরও জানান, এঘটনার পরপরই স্থানীয়রা ট্রাক ও ট্রাকের চালক কে আটক করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে এবং এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এনসিএন/বিআর

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সম্পর্কিত