বগুড়ার কাহালু উপজেলার দুই শিশুকে ধর্ষণে অভিযুক্ত নুরুল ইসলাম নূরকে (৪০) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। আলোচিত মামলার আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
নুরু কাহালু উপজেলার আড়োলা আবাসনের মৃত হবিবর রহমানের ছেলে।
সোমবার বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, রোববার রাতে কাহালু উপজেলার পাইকর শাহানাপাড়া এলাকায় ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে শিশু ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করে পুলিশ৷ শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
পুলিশ জানিয়েছে, কাহালু উপজেলার একটি আবাসনে গত ১২ মার্চ দুই শিশু পিশাচকান্ডের শিকার হয়। দুই শিশুর জ্বর ও রক্তক্ষরণ শুরু হলে ঘটনাটি প্রকাশ্যে আসে। সুযোগ বুঝে সটকে যায় অভিযুক্ত নুরুল ইসলাম নূর। গত শুক্রবার রাতে দুই শিশুকে হেফাজতে নেয় পুলিশ। তারা বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পিশাচকান্ডের ঘটনায় নুরুল ইসলাম নূরকে একমাত্র আসামি করে নির্যাতিত শিশুর মা বাদী হয়ে শনিবার কাহালু থানায় মামলা দায়ের করেন। এরপরই আসামি গ্রেপ্তারে তৎপর হয় আইনশৃঙ্খলা বাহিনী।
বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসার দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ ইকবাল বাহারের নেতৃত্বে যৌথ অভিযানে পলাতক আসামি নুরুলকে গ্রেপ্তার করা হয়।