আগস্ট ৭, ২০২৫ ১২:৪৪ এএম

বগুড়ায় ধর্ষণের অভিযোগে ভাতিজা গ্রেপ্তার, স্ত্রীকে তালাক দিলেন চাচা

Oplus_16777216
Oplus_16777216

বগুড়ার ধুনট উপজেলায় চাচার ঘরের ভেতর চাচিকে ধর্ষণের অভিযোগে করা মামলায় বিপ্লব হোসেন বিদ্যুৎ (৩০) নামে তার ভাতিজাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৩ আগস্ট) দুপুর ২টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। বিপ্লব হোসেন বিদ্যুৎ ধুনট পৌর এলাকার পশ্চিম ভরণশাহী গ্রামের আবুল হোসেন ওরফে বারিকের ছেলে। এরআগে শনিবার বিকেলে ধুনট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই মেয়েটির (২৩) বাড়ি ধুনট সদরের চান্দারপাড়া গ্রামে। প্রায় ৫ বছর আগে পশ্চিম ভরণশাহী গ্রামে বিপ্লবের প্রতিবেশী চাচার সাথে মেয়েটির বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে এক কন্যা সন্তানের জন্ম হয়। সুখেই কাটছিল তাদের দাম্পত্য জীবন। মেয়েটির স্বামী বগুড়া শহরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। এ সুযোগে প্রায় ১ বছর ধরে ভাতিজা বিপ্লব চাচার বাড়িতে গিয়ে চাচিকে বিয়ের প্রলভোনে প্রেম প্রস্তাব দেয়। কিন্ত মেয়েটি বিপ্লবের প্রেম প্রস্তাবে রাজী হয়নি।

এ অবস্থায় ১৮ জুন রাত পৌনে ২টায় মেয়েটি প্রকৃতির ডাকে সাড়া দিতে স্বামীর ঘর থেকে বের হয়। এসময় ওই ঘরের পাশে আগে থেকে অবস্থান নেওয়া বিপ্লব হোসেন চাচিকে ঘরের ভেতর নিয়ে ধর্ষণ করে সটকে পড়ে। ঘটনার সময় ওই ঘরে অন্য কেউ ছিল না। পরের দিন মেয়েটি তার স্বামীর কাছে রাতের ঘটনার বর্ননা করে। এতে মেয়েটির স্বামী ক্ষুব্ধ হয়ে মেয়েটিকে তালাক দিয়ে বাড়ি থেকে বিদায় করে। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী বাদি হয়ে শনিবার বিপ্লব হোসেন বিদ্যুতের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, ভিকটিমের শারীরিক পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print