বগুড়ায় নারী উদ্যোক্তাদের জন্য দশ দিনের মৌলিক আর্থ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জয়িতা ফাউন্ডেশনের সক্ষমতা বিনির্মাণ প্রকল্পের আওতায় মঙ্গলবার সকালে বগুড়া শহরের জহুরুল নগরে স্কিলগুরু টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউটে শুরু হয়।
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে আছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রাণালয়ের জয়িতা ফাউন্ডেশনের লিড ট্রেইনার ও কনসালটেন্ট মোঃ হাফিজুর রহমান। প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন টিটিসি বগুড়ার সিনয়র ইন্সট্রাক্টর (কম্পিউটার) মোঃ আমির হোসেন। স্কিলগুরু টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউটের বাস্তবায়নে আয়োজিত এই প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোস্তফা জামাল শাহীন।
এই প্রশিক্ষণে একজন দক্ষ নারী উদ্যোক্তা হতে করনীয়, পণ্য ব্যবস্থাপনা, তৈরী ও বিপনণ, আর্থ ব্যবস্থাপনা, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, সক্ষমতা বৃদ্ধি করা, কর্মরত তৃণমূল পর্যায়ের নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি করা, নতুন নতুন পণ্য উদ্ভাবন, উৎপাদনে করনীয় দিকসহ বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণ শেষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রাণালয়ের জয়িতা ফাউন্ডেশনের সনদ প্রদান করা হবে। এই প্রশিক্ষণে বগুড়া শহরের বিভিন্ন এলাকার ৩০ জন নারী উদ্যোক্তাগণ অংশগ্রহণ করছেন।
অংশগ্রহণকারিরা জানান, বগুড়ায় নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে এমন ধরণের প্রশিক্ষণ খুব কম হয়। এই প্রশিক্ষণ গ্রহণ করে একজন নারী আর্থিকভাবে লাভবান ও তার ব্যবসার পরিধি আরো বৃদ্ধি করতে পারবেন। পাশাপশি ব্যবসায়িক কৌশলরপ্ত করে সফল হিসেবে পরিবারকে ও নিজে সমাজে প্রতিষ্ঠিত হতে পারবেন।