এপ্রিল ২৩, ২০২৫ ৬:১১ পিএম

বগুড়ায় পরকীয়া প্রেমিকাকে হত্যার দায়ে একজনের যাবজ্জীবন

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বগুড়ায় পরকীয়া প্রেমিকা জয়তারা বেগমকে হত্যার দায়ে একমাত্র আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদাহে তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। মঙ্গলবার দুপুরে বগুড়ার সিনিয়র দায়রা জজ শাহজাহান কবির এই রায় দেন।

দণ্ডিত আসামির নাম হবিবর মন্ডল। তিনি বগুড়ার সোনাতলার রাখালগাছি এলাকার মৃত তোফাজ্জল মন্ডলের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্র পক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট আব্দুল বাছেদ।

মামলার বরাত দিয়ে তিনি জানান, গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুরহাট গ্রামের আজিবর রহমানের মেয়ে জয়তারা বেগমের স্বামীর সাথে বিচ্ছেদ হয়। পরে তিনি বাবার বাড়িতে দর্জির কাজ শুরু করেন। এর মধ্যে হবিবর তার ঘরে দুই স্ত্রী থাকার পরেও জয়তারার সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তার একে অপরকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। ২০২০ সালের ১৭ জানুয়ারি রাতে পরকীয়া প্রেমিক হবিবর জয়তারা বেগমকে সোনাতলা স্টেশনে ডেকে আনেন। সেখান থেকে তাকে হবিবর তার বাড়িতে নিয়ে যান। সেখান গেলে দুই স্ত্রীর সাথে জয়তারার ঝগড়া হয়৷ এক পর্যায়ে হবিবর জয়তারাকে মাঠে ডেকে নিয়ে যান এবং সেখানেও তার সাথে বাকবিতণ্ডা হয়৷ পরে হবিবর জয়তারাকে গলাটিপে হত্যা করে মরদেহ ওই মাঠেই ফেলে রেখে পালিয়ে যান৷ এ ঘটনার দুইদিন পর পুলিশ জয়তারার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় হত্যার শিকার জয়তারার বড় ভাই দুলু ব্যাপারী মামলা দায়ের করলে সেই মামলায় গ্রেফতার হাবিবর রহমান স্বীকারোক্তিমূলক জবনবন্দী দেয়। দীর্ঘ পাঁচ বছর পর এই মামলার রায় ঘোষণা করলেন আদালত।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print